06 July 2018

বেলডাঙায় মিশন নির্মল বাংলার প্রচারে বাইক র‍্যালি


ওয়েবডেস্ক, কথাবার্তা, মহঃ ইনজামাম হাবিব, বেলডাঙা, ৬ জুলাইঃ নির্মল বেলডাঙা গড়ার লক্ষে বাইক র‍্যালির আয়োজন করল বেলডাঙা-১ ব্লক। শুক্রবার সকাল ৮ টা নাগাদ বেলডঙা-১ ব্লকের বিডিও শুভ্রাংশু মণ্ডলের নেতৃত্বে হাজী সলেমান চৌধুরী হাই স্কুল থেকে শুরু হয় এই বাইক র‍্যালি। মির্জাপুর-১, মির্জাপুর-২, সুজাপুর-কুমারপুর অঞ্চল পরিক্রমা করে শেষ হয় বেলডাঙা পঞ্চায়েত সমিতি অফিসে। এই র‍্যালিতে অংশ গ্রহন করেন বেলডাঙা বিডিও অফিস, পঞ্চায়েত সমিতি ও পঞ্চায়েতের সমস্ত স্টাফ। এ ছাড়াও অনেক জনপ্রতিনিধি সহ গ্রামের অনেক সাধারন মানুষও এই র‍্যালিতে অংশ নেন। মিশন নির্মল বাংলা নিয়ে এই কর্মসূচি বেলডাঙাবাসীর মধ্যে সাড়া ফলবে বলে মনে করছেন বেলডাঙা-১ ব্লকের বিডিও শুভ্রাংশু মণ্ডল। 


No comments:

Post a Comment