05 July 2018

জলঙ্গীতে মারুতি ও লরির মুখোমুখি সংর্ঘষে মৃত ২, আহত ৪


ওয়েবডেস্ক, কথাবার্তা, জলঙ্গী, ৫ জুলাইঃ মারুতি ও লরির মুখোমুখি সংর্ঘষে মৃত ২, আহত ৪। ঘটনাটি ঘটেছে বৃ্হস্পতিবার বিকেলে জলঙ্গী থানার ধনিরামপুর ভাদুরিয়াপাড়া রাজ্যসড়কে। মৃতরা হল আলমঙ্গীর মন্ডল (২৮) ও আতিকুর বিশ্বাস (৭)। মৃতদের বাড়ি কুমুরপুরে। মৃত ও আহত ব্যক্তিরা সকলেই মারুতি গাড়ির প্যাসেঞ্জার। আহতদের ডোমকল মহকুমা হাসপাতালে ভর্তি করা হলে সেখান থেকে বহরমপুর মেডিকেল হাসপাতালে রেফার করা হয়। 

No comments:

Post a Comment