ওয়েবডেস্ক, কথাবার্তা, বেলডাঙা, ২ জুন : এবার বেলডাঙায় টোটো চালকের এস বি আই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা উধাও করে নিল হ্যাকাররা। শনিবার ব্যাঙ্কে টাকা তুলতে গেলে ঘটনাটি সামনে আসে। টোটো চালকের নাম শিতল ভট্টাচার্য। বাড়ি বেলডাঙা আশ্রম পাড়া এলাকায়। শিতল ভট্টাচার্য জানাই, 'আমি টুকটুক চালিয়ে কোন রকমে দশ হাজার টাকা ব্যাঙ্কে রেখে ছিলাম। বিগত চারদিন আগে কেউ একজন আমাকে ফোন করে বলে যে, আমার অ্যাকাউন্টটি বন্ধ হয়ে গেছে। সেটা পুনরায় চালু করার জন্য আমাকে আপনার ওটিপি নম্বর দিতে হবে। আমি তার কথা মতো সেগুলি দিয়ে দিই। আজ ব্যাঙ্কে টাকা তুলতে গিয়ে দেখি আমার সব টাকা ৩১ মে কেউ তুলে নিয়েছে। স্থানীয়দের সহযোগিতায় আমি বেলডাঙা থানায় অভিযোগ জমা দিয়েছি।' এ বিষয়ে বেলডাঙা শহর তৃণমূল যুব সভাপতি বিশ্বজিৎ ভাদুড়ি বলেন, 'সাধারণ মানুষের অসহায়তা ও অসচেতনতার সুযোগ নিয়ে কিছু হ্যাকার এই সব সাধারণ মানুষের স্বল্প রুজিরোজগারেও থাবা বসাচ্ছে। আমরা সাধারণ মানুষের মধ্যে আরও সচেতনতা বাড়াবো। বিষয়টি পুলিশকে তদন্তের অনুরোধ করেছি।'


No comments:
Post a Comment