ওয়েবডেস্ক, কথাবার্তা, মহঃ ইনজামাম হাবিব, বেলডাঙা, ৪ জুন : মুর্শিদাবাদের মুখ উজ্জ্বল করলো পাপিয়া হালদার। এবছর বিএ পরীক্ষায় রাষ্ট্রবিজ্ঞানে ৫৪৪ নম্বর পেয়ে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে প্রথম স্থান অধিকার করেছে পাপিয়া।
বহরমপুর গার্লস কলেজের ছাত্রী পাপিয়া বহরমপুরের সুভাষপল্লিতে ছোট্টো একটি কুড়ে ঘরে বসবাস করে তার মায়ের সঙ্গে। অভাব-অনটন তার নিত্যদিনের সঙ্গী। বাবা না থাকার ফলে পাপিয়ার মা শিখা হালদার পরিচারিকার কাজ করে কোনরকম এ সংসার চালান।
মেধাবী ছাত্রী পাপিয়া বিএ পরীক্ষায় কল্যাণী বিশ্ববিদ্যালয়ে সেরা মার্কস পেয়েও সংসারে অর্থের অভাব তার এম এ ক্লাসে ভর্তিতে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে এখন। এবিষয়ে পাপিয়া হালদার বলেছে, 'আমার ইচ্ছা আছে এম এ পাশ করে রাষ্ট্র বিজ্ঞান নিয়ে পি এইচ ডি করার। কিন্তু কী করব ভেবে পাচ্ছি না। এম এ ভর্তি হবার সামর্থ্য আমাদের নেই। হয়ত অর্থের অভাবে আমার পড়াশুনাটা শেষ হয়ে যাবে।'




No comments:
Post a Comment