29 May 2018

এবারে স্বচ্ছ ভারত অভিযানে সামিল হল রেজিনগরের এক্স-সার্ভিসম্যান অ্যাসোসিয়েশন


ওয়েবডেস্ক, কথাবার্তা, রেজিনগর, ২৯ মে : এক্স-সার্ভিসম্যান অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে স্বচ্ছ ভারত অভিযান পালিত হল রেজিনগরে। মঙ্গলবার বিকাল ৪ টে সময় মুর্শিদাবাদ এক্স-সার্ভিসম্যান অ্যাসোসিয়েশনের রেজিনগর ইউনিটের পক্ষ থেকে স্বচ্ছ ভারত অভিযানের এক কর্মসূচীর আয়োজন করা হয় রেজিনগরের ফরিদতলায় মীরমদনের সমাধি প্রাঙ্গণে। পলাশী যুদ্ধে নবাব সিরাজদৌলার বিশ্বাস্ত সেনাপতির মীর মদনের সমাধি প্রাঙ্গণ পরিচর্যার অভাবে জঙ্গল ও আগাছা ভরে উঠেছে। এদিন এই আগাছা পরিস্কারে হাত লাগান প্রায় ১০০ জন এক্স-সার্ভিসম্যান। জেলার এক্স-সার্ভিসম্যান অ্যাসোসিয়েশনের রেজিনগর ইউনিটের  সভাপতি হাবিবুল্লা বিশ্বাস বলেন, 'জেলার যেসব ঐতিহাসিক নির্দশনগুলি পরিচর্যার অভাবে নষ্ট হতে চলেছে সেগুলি পরিচর্যা করায় আমাদের স্বচ্ছ ভারত অভিযানের লক্ষ্য। জেলার এই সব অবহেলিত ঐতিহাসিক নিদর্শনগুলিকে টিকে রাখতে গেলে পরিচর্যার প্রয়োজন। আগামীতে আমরা অন্যান্য অবহেলিত ঐতিহাসিক নিদর্শনগুলিকে পরিষ্কার করতে সামিল হব।'


উল্লেখ্য, ২০১৪ সালে ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত অভিযানের ঘোষণা করেন এবং সেই বছর ২ অক্টোবর গান্ধী জয়ন্তী উপলক্ষে এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন। সেই দিন নূতন দিল্লির রাজঘাট সমাধি পরিসরে আয়োজিত একটি জনসভায় তাঁর ভাষণে তিনি দেশের জনগণকে এই প্রকল্পে সামিল হওয়ার জন্য আবেদন করেন। প্রধানমন্ত্রীর সেই আবেদনে সাড়া দিয়ে এবার  এগিয়ে এল মুর্শিদাবাদ এক্স-সার্ভিসম্যান অ্যাসোসিয়েশন। ১৬ মে থেকে ৩০ মে পর্যন্ত স্বচ্ছ ভারত অভিযান চলছে সারা দেশ জুড়ে। এদিন অভিযান শেষে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ইফতার মজলিশের আয়োজন করা হয় রেজিনগরের অফিস প্রাঙ্গণে। সব ধর্মের মানুষ এই ইফতারে সামিল হন। 






1 comment:

  1. এইসব মানুষ গুলো এরি জগ্ধো নুংরা পরিষ্কার ছাড়া এরা আর কোনো কাজ করবেন না এরা সব ফিরি সারভিষ করতে ভালো বাসেন পয়সা খরচা করতে নই জতো সব ...........ভদ্দোলোক কিছু জদি করার ইচ্ছে থাকে তাহলে গরিব মানুষের হেল্প করবেন এইসব ভন্ডো কাজ না করে তাওো একটু মানুষের কাছ থেকে আশিবাদ দোয়া পাবেন জদি আরো কিছু শুনার ইচ্ছা থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন এইসব গুনোধরদের জন্নো

    ReplyDelete