27 May 2018

ড্রাম ভর্তি বোমা উদ্ধার বেলডাঙা থেকে


ওয়েবডেস্ক, কথাবার্তা, মহঃ ইনজামাম হাবিব, ২৭ মে, বেলডাঙা : বেলডাঙায় থেকে উদ্ধার হল ড্রাম ভর্তি বোমা। ঘটনাটি ঘটেছে রবিবার সকাল ৮ টা নাগাদ বেলডাঙা বাঁশচাতর মাঠ এলাকায়। 


এদিন সকাল বেলায় এক স্থানীয় বাসিন্দা জমিতে চাষ করতে যাওয়ার সময় ড্রাম ভর্তি বোমা দেখতে পায়। তারা পুলিশকে খবর দিলে পুলিশ এসে বোমাগুলিকে উদ্ধার করে মকরমপুর দক্ষিন পাড়ার বুনোপুকুরে ফেলে দেয়। মোট ১৮ টি বোমা উদ্ধার হয়। পুলিশ বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে।




No comments:

Post a Comment