09 May 2018

আবারও ভুয়ো ডাক্তার গ্রেপ্তার বেলডাঙায়


ওয়েবডেস্ক, কথাবার্তামহঃ ইনজামাম হাবিব, বেলডাঙা, ৯ মে : আবারও বেলডাঙা থেকে ভুয়ো ডাক্তার আটক। ভুয়ো ডাক্তারের নাম ডাঃ এম. আলী। বেলডাঙা নতুন হাসপাতাল রোডে নেহা মেডিসিন সাপ্লাই থেকে তাকে  আটক করেছে পুলিশ মঙ্গলবার।

সূত্রের খবর এদিন রাত ৭ টা নাগাদ স্থানীয়দের সন্দেহ হলে তারা ডাক্তারকে আটকিয়ে রাখে। তারা তাকে জিজ্ঞাসাবাদ করলে  সে স্বীকার করে যে সে একজন ভুয়ো ডাক্তার। ওই ভুয়া ডাক্তারের বাড়ি নদিয়া জেলার দেবগ্রামের বার্নিয়া গ্রামে। প্রায় ৬ মাস থেকে সে ভুয়ো ডাক্তারি পরিচয় নিয়ে পেটের ট্রিটমেন্ট করত। স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। 


No comments:

Post a Comment