30 April 2018

মুর্শিদাবাদে বজ্রপাতে মৃত ২


ওয়েবডেস্ক, কথাবার্তা, বেলডাঙা, ৩০ এপ্রিল: মুর্শিদাবাদ জেলায় বজ্রপাতে মারা গেল দুই ব্যক্তি। সোমবার সকাল ৮ টা নাগাদ জেলা জুড়ে ঝড়বৃষ্টির সময় বজ্রপাত ঘটে। প্রথমটি ঘটনাটি ঘটছে দৌলতাবাদ থানার ঘোষপাড়া এলাকায়। মৃতের নাম ধনঞ্জয় ঘোষ(৪০)।  জানা যায়, এদিন সকাল ৮ নাগাদ ঝড়বৃষ্টি শুরু হলে, সে বাড়ির খুঁটিতে বাধা গরুকে খুলে নিয়ে গোয়ালো যাচ্ছিল। সেই সময় বজ্রপাতে মৃত্যু হয় তার।অপর ঘটনাটি ঘটেছে ডোমকলথানার রঘুনাথপুর গ্রামে। মৃতের নাম গাজি বিশ্বাস(৬৫)।

No comments:

Post a Comment