ওয়েবডেস্ক, কথাবার্তা, ১৭ এপ্রিল : আজকে যখন গোটা দেশ লজ্জায় মুখ ঢেকে নিয়েছে আসিফাদের জন্য। অন্যদিকে সেই নতমস্তককে টেনে তোলার চেষ্টা করে যাচ্ছে অগণিত দেশবাসী। কাশ্মীরের কাঠুয়া প্রদেশে ৮ বছরের শিশুকন্যা আসিফা বাখারওয়াল এর উপর টানা আটদিন ধরে যেভাবে নারকীয় ধর্ষন চালানো হয়েছে এবং তাকে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে আজ সারাদেশ প্রতিবাদমুখর।
এই প্রতিবাদ যতটাই নগরকেন্দ্রিক সমভাবে গ্রাম ও শহরে ছড়িয়ে পড়েছে। স্যোসাল মিডিয়ায় মানুষের ক্ষোভ ও আবেগের বহিঃপ্রকাশ ঘটছে রাস্তায় ও পথে ঘাটে। প্রতিবাদমুখীনতার একটি ঝলক দেখা গেল মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা শহরে সোমবার সন্ধ্যাবেলায়। আসিফা ধর্ষন ও হত্যার প্রতিবাদে এদিন এলাকার হাজারো যুবক যুবতী ও বিদ্বজ্জনেরা মিলে একটি মানববন্ধনের আয়োজন করলেন।
প্রথমে পথসভা ও তারপরেই মোমবাতি জ্বালিয়ে মৌনমিছিলের আয়োজন করা হয়েছিল বেলডাঙ্গা পাঁচরাহা মোড়ে। মিছিল সমারোহে প্রতিটি মানুষের চোখেমুখে ভেসে আসছিল শুধু, "আমরা আসিফার বিচার চাই। বিনিময়ে আমরা সমস্ত রকম পাশবিক শক্তির বিরুদ্ধে লড়তে প্রস্তুত। আসিফার ধর্ষক ও হত্যাকারীদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হয়।"
এদিনের মৌনমিছিলে যোগদানের জন্য সুদূর কলকাতা থেকে ছুটে এসেছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখিকা বর্ণালী মুখার্জী। উপস্থিত ছিলেন বেলডাঙ্গা কলেজের প্রাক্তন অধ্যাপক শ্রীসনৎ কর, মুর্শিদা খাতুন, সবুর আলি, আসাদুজ্জামান, আনোয়ার হোসেন সহ একঝাক শিক্ষক-শিক্ষিকা ও সমাজসেবীরা আজকের পথসভার মূখ্য ভূমিকায় ছিলেন এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী জাগরণ মানুষ তাজমত সেখ। এদিন সন্ধ্যা নামার পর এলাকার মানুষ রাস্তায় নেমে আসে স্বতঃস্ফূর্তভাবে।
রাস্তার ভিড়ে সাধারণ জনজীবন কিছুটা সময়ের জন্য ব্যাহত হয়। এদিনের মানববন্ধন সভায় আসিফাসহ গুজরাট কান্ড, উনাও কান্ড, দেশের গনতন্ত্র প্রতিষ্ঠা, নারীর অধিকার প্রতিষ্ঠা, সংবিধান রক্ষা এবং সাম্প্রদায়িক সম্প্রীতির মতো বিষয়গুলি উঠে আসে। এই ধরনের প্রতিবাদ মিছিল ধর্ষক গোষ্ঠীর মনে ত্রাসের সঞ্চার করবে এবং আসিফাদের মতো অসহায় নারীরা তাদের স্বাধীকার ফিরে পাবে বলে সবাই আশাবাদী। বেলডাঙ্গা শহরে এই ধরনের বৈপ্লবিক কর্মকান্ডের মূল উদ্যোক্তা ছিল এলাকার নজরুল মঞ্চ ও জাগরণ মঞ্চ ওয়েলফেয়ার সোসাইটি।
এই প্রতিবাদ যতটাই নগরকেন্দ্রিক সমভাবে গ্রাম ও শহরে ছড়িয়ে পড়েছে। স্যোসাল মিডিয়ায় মানুষের ক্ষোভ ও আবেগের বহিঃপ্রকাশ ঘটছে রাস্তায় ও পথে ঘাটে। প্রতিবাদমুখীনতার একটি ঝলক দেখা গেল মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা শহরে সোমবার সন্ধ্যাবেলায়। আসিফা ধর্ষন ও হত্যার প্রতিবাদে এদিন এলাকার হাজারো যুবক যুবতী ও বিদ্বজ্জনেরা মিলে একটি মানববন্ধনের আয়োজন করলেন।
প্রথমে পথসভা ও তারপরেই মোমবাতি জ্বালিয়ে মৌনমিছিলের আয়োজন করা হয়েছিল বেলডাঙ্গা পাঁচরাহা মোড়ে। মিছিল সমারোহে প্রতিটি মানুষের চোখেমুখে ভেসে আসছিল শুধু, "আমরা আসিফার বিচার চাই। বিনিময়ে আমরা সমস্ত রকম পাশবিক শক্তির বিরুদ্ধে লড়তে প্রস্তুত। আসিফার ধর্ষক ও হত্যাকারীদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হয়।"
এদিনের মৌনমিছিলে যোগদানের জন্য সুদূর কলকাতা থেকে ছুটে এসেছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখিকা বর্ণালী মুখার্জী। উপস্থিত ছিলেন বেলডাঙ্গা কলেজের প্রাক্তন অধ্যাপক শ্রীসনৎ কর, মুর্শিদা খাতুন, সবুর আলি, আসাদুজ্জামান, আনোয়ার হোসেন সহ একঝাক শিক্ষক-শিক্ষিকা ও সমাজসেবীরা আজকের পথসভার মূখ্য ভূমিকায় ছিলেন এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী জাগরণ মানুষ তাজমত সেখ। এদিন সন্ধ্যা নামার পর এলাকার মানুষ রাস্তায় নেমে আসে স্বতঃস্ফূর্তভাবে।
রাস্তার ভিড়ে সাধারণ জনজীবন কিছুটা সময়ের জন্য ব্যাহত হয়। এদিনের মানববন্ধন সভায় আসিফাসহ গুজরাট কান্ড, উনাও কান্ড, দেশের গনতন্ত্র প্রতিষ্ঠা, নারীর অধিকার প্রতিষ্ঠা, সংবিধান রক্ষা এবং সাম্প্রদায়িক সম্প্রীতির মতো বিষয়গুলি উঠে আসে। এই ধরনের প্রতিবাদ মিছিল ধর্ষক গোষ্ঠীর মনে ত্রাসের সঞ্চার করবে এবং আসিফাদের মতো অসহায় নারীরা তাদের স্বাধীকার ফিরে পাবে বলে সবাই আশাবাদী। বেলডাঙ্গা শহরে এই ধরনের বৈপ্লবিক কর্মকান্ডের মূল উদ্যোক্তা ছিল এলাকার নজরুল মঞ্চ ও জাগরণ মঞ্চ ওয়েলফেয়ার সোসাইটি।







No comments:
Post a Comment