ওয়েবডেস্ক, কথাবার্তা, বেলডাঙা, ১৫ এপ্রিল : পয়লা বৈশাখ থেকে শুরু হল আদমের মেলা। বেলডাঙার মানিকনগরে ভান্ডারদহ বিলের পাড়ে প্রতি বছরের মত এবছরও বসেছে মেলা। আসেপাশের বিভিন্ন এলাকা থেকে লোকজন আসে মেলা দেখতে।
আদম দেবের ভক্তবৃন্দ
জনশ্রুতি আছে, কোন এক সময় (আনুমানিক ৪০০ থেকে ৫০০ বছর আগে) গ্রামের মাঠে খর-ঘাস পুড়চ্ছিল। তার ভেতর থেকে বাঁচাও বাঁচাও শব্দ ভেসে আসছিল। সেই পথ দিয়ে দুধ নিয়ে বাথান থেকে ফিরছিলেন বেলডাঙার ঘোষ পরিবারে এক সদস্য। তিনি তাঁর দুধ ঢেলে একটি কাঠকে আগুনের হাত থেকে রক্ষা করেছিলেন। এই কাঠটির নাম আদম। কাঠটির দৈর্ঘ্য প্রায় ২০ ফুট। ঘোষবাবু বাড়ি ফিরে রাতে স্বপ্ন দেখেন এবং দুধের সমপরিমাণ টাকায় তাঁর দুধের পাত্র ভরে উঠে। সেই থেকে আদমের পুজোর প্রচলন হয় এই এলাকায়। ঘোষ পরিবারের সদস্যদের পুজোর পর অন্যান্য ভক্তরা পুজো দেন আজও। নানা প্রান্ত থেকে হিন্দু-মুসলমান ভক্তরা আসে আদমের পুজো দিতে। এই উপলক্ষ্যে বসেছে মেলা। চলবে ১০ বৈশাখ পর্যন্ত।
আদম গাদমের পুজো ও মেলার ভিডিও দেখুন নিচে
আদম গাদমের পুজো ও মেলার ভিডিও দেখুন নিচে



No comments:
Post a Comment