17 April 2018

বেলডাঙায় পণের দাবিতে বিষ খাইয়ে গৃহ বধুকে খুন


ওয়েবডেস্ক, কথাবার্তা, বেলডাঙা, ১৭ এপ্রিল : বেলডাঙায় পণের দাবিতে বিষ খাইয়ে চার মাসের অন্তঃসত্তাকে খুনের অভিযোগ শাশুড়ির বিরুদ্ধে। মৃতের নাম লার্জিনা বিবি(২২)। ঘটনাটি ঘটেছ সোমবার রাত ১১ টা নাগাদ বেলডাঙা থানা এলাকার সরুলিয়া গ্রামে। স্বামী মুলুকচাঁদ সেখ পেশায় রাজমিস্ত্রি। সে পেশার কারণে অন্য রাজ্যে গিয়েছে। মৃতের পরিবারের অভিযোগ, গলার সোনার মালার দাবিতে  লার্জিনা বিবির উপর  তার শ্বশুর ও শাশুরি প্রায় মানষিক ও শারীরিক অত্যাচার করত। একারণে এদিন রাত ১১ টা নাগাদ তার শাশুড়ি আসিয়া বিবি জলে বিষ গুলিয়ে খাইয়ে দেয় বলে অভিযোগ।  মৃতের বাপের বাড়ির লোক বেলডাঙা থানায় অভিযোগ করলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠান। অভিযুক্ত শাশুড়ি পলাতক।


No comments:

Post a Comment