ওয়েবডেস্ক, কথাবার্তা, বেলডাঙা, ৬ এপ্রিল : বেলডাঙায় ট্রাক্টর উল্টে মৃত চালক। মৃতের নাম সুরোজ সেখ(১৭)। বাড়ি মহ্যমপুর বাগান পাড়া।  জানা যায় মৃত একাদশ শ্রেণির ছাত্র। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল ৭ টা নাগাদ বেলডাঙা থানা এলাকার সুজাপুর-কুমারপুর পঞ্চায়েতের সংলগ্ন এলাকায়। 
মৃত চালকে ঘিরে শোক সন্তপ্ত পরিবার
সূত্রের খবর, অভাবের সংসারে পড়াশোনার পাশাপাশি নিজেই রোজগার করে সংসার চালাত সুরজ। এদিন একাদশ শ্রেণির ফাইনাল পরক্ষী থাকার সত্ত্বেও অভাবের টানে খালি ট্রাক্টর নিয়ে মাল ভর্তি করতে বাড়ি থেকে রওনা দেয় সে। রাস্তা খারাপ থাকায় সুজাপুর-কুমারপুর পঞ্চায়েতের সংলগ্ন এলাকায় ট্রাক্টর উল্টে যায়। স্থানীয়রা তাকে বেলডাঙা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করে।
 



 
No comments:
Post a Comment