26 March 2018

সামশেরগঞ্জে জাল নোট ও আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই পাচারকারী



ওয়েবডেস্ক, ভাস্কর ঘোষ, সামশেরগঞ্জ, ২৬ মার্চ : জালনোট সহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করল মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার পুলিশ। 
রবিবার রাতে সামশেরগঞ্জ থানার ধুলিয়ান গোরুর হাট থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম আব্দুল হালিম ও আলিম হোসেন। মালদা জেলার বৈষ্ণনগর এলাকায় তাদের বাড়ি। তাদের কাছে থেকে এক লাখ টাকার জালনোট, একটি ৭.৬৫ বোরের পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ধৃতদের সোমবার জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের ৭ দিনের জন্য পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
      জাল নোটের পাশাপাশি ধৃতদের থেকে অস্ত্র উদ্ধার হওয়ায় জঙ্গিযোগের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না পুলিশ। গোয়েন্দা সূত্রে খবর, বাংলাদেশি জঙ্গিগোষ্ঠী JMB অনেকদিন আগে থেকে সামশেরগঞ্জে স্লিপার সেল তৈরি করে জাল বিস্তার শুরু করে দিয়েছে। একদিকে জঙ্গি সংগঠন মজবুত, অপরদিকে রাজ্যে জালনোট ছড়িয়ে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করাই এই জঙ্গিগোষ্ঠীর মূল লক্ষ্য। আর জঙ্গি সংগঠনকে কাবু করতে পুলিশি তৎপরতাও বাড়ানো হয়েছে। 
        এদিন গোপন সূত্রে খবর পেয়ে গোরুর হাটে অভিযান চালায় পুলিশ। রাত ৯টা নাগাদ আবদুল ও আলিম সেখানে হাজির হলেই পুলিশ তাদের আটক করে। তল্লাশি চালিয়ে তাদের থেকে ৫০টি ২০০০ টাকার জালনোট উদ্ধার করা হয়। এছাড়া একটি ৭.৬৫ বোরের পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এই ঘটনার সঙ্গে আর কারা যুক্ত রয়েছে তা জানতে তদন্তে নেমেছে পুলিশ। ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছে, তারা জাল নোট পাচারের ক্যারিয়ারের কাজ করত।


No comments:

Post a Comment