ওয়েবডেস্ক, ভাস্কর ঘোষ, সুতি, ২৬ মার্চ : রেলের লাইনে মাথা দিয়ে আত্মঘাতী হল এক গৃহবধূ। সোমবার সকালে ঘটনাটি আজিমগঞ্জ-মালদা শাখার সুতি থানার সজনিপাড়া স্টেশনের কাছে। জি আর পি জানিয়েছে, মৃতার নাম নুরজাহান বিবি (৪৬)। সুতি থানার মহিষাইলে তাঁর বাড়ি। জি আর পি মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।


No comments:
Post a Comment