ওয়েবডেস্ক, ভাস্কর ঘোষ, কান্দি, ২৬ মার্চ: সোমবার বিকালে ভরতপুর থানার গয়সাবাদ অচলা বিদ্যামন্দিরের মাঠে জনদরবার ও জন সহয়তা প্রদান অনুষ্ঠিত হল। এদিন সেখানে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত জেলাশাসক সমনজিৎ সেনগুপ্ত, ভরতপুর-১ ব্লকের বিডিও অঞ্জন চৌধুরি, ভরতপুর-১ ব্লক স্বাস্থ্য আধিকারিক অবিনাশ কুমার, তালগ্রাম গ্রামপঞ্চায়েতের প্রধান তাপসী ঘোষ, তালগ্রাম গ্রামপঞ্চায়ের সকল কর্মী, তালগ্রাম, গয়সাবাদ অচলা বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক সহ এলাকার বিশিষ্ট জনেরা।
এদিন অনুষ্ঠানে ৫ জনের হাতে সবুজ সাথীর সাইকেল, সমব্যাথী প্রকল্পে ১০ জনের হাতে ২ হাজার টাকা করে চেক তুলে দেওয়া, st / sc শংসাপত্র তুলে দেওয়া হয়েছে ১৬ জনের হাতে এনএমবি প্রকল্পে ১ জন অঙ্গনুয়ারি ও ২ জন এসএইচজি-র হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। এম এন বি প্রকল্পে এলাকার ৩ টি ক্লাবকে ভলিবল, নেট, ক্রিকেট সেট ও চেয়ার তুলে দেওয়া হয়েছে। সবুজসাথী প্রকল্পে বেশ কয়েকজনের হাতে গাছের চারা তুলে দেওয়া হয়েছে। এলাকার দুঃস্থ মানুষদের হাতে ধুতি ও শাড়ি তুলে দেওয়া হয়েছে।
অতিরিক্ত জেলাশাসক সমনজিৎ সেনগুপ্ত বলেন, সারা জেলা জুড়ে পশ্চিম বঙ্গ সরকারের যে উন্নয়ন পরিষেবাগুলি আছে মানুষ সেগুলি ঠিকমত পাচ্ছে কিনা তা দেখার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও নির্দেশনায় আধিকারিকরা মানুষের কাছে গিয়ে তা আলোচনা করছেন। সাথে সাথে যে সমস্থ পরিষেবা গুলি এখনও প্রদান করা যায়নি সেগুলি মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে।



No comments:
Post a Comment