24 March 2018

ইসলামপুরে লছিমন গাড়ির ধাক্কায় মৃত ১


ওয়েবডেস্ক, ইসলামপুর, ২৪ মার্চ : ইসলামপুরে পথ দুর্ঘটনায় মৃত একজন। মৃতের নাম পুর্নিচন্দ্র মন্ডল(৭০)। ঘটনাটি ঘটেছে শনিবার বেলা সাড়ে ১০ টা নাগাদ ইসলামপুর থানা এলাকার নেতাজি পার্কের সামনে লছিমন গাড়ির ধাক্কায়। সূত্রের খবর, এদিন সকালবেলায় বাড়ি থেকে দোকানের উদ্দেশ্যে বের হয় পুর্নিচন্দ্র মন্ডল। দোকান থেকে বাড়ি ফেরার পথে একটি কাঠ বোঝায় লছিমন গাড়ি তাকে সামনা সামনি ধাক্কা মারে। স্থানীয় বাসিন্দারা তাকে ইসলামপুর গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত  বলে ঘোষনা করে।


No comments:

Post a Comment