14 March 2018

জলঙ্গীতে বিদ্যুৎ দপ্তরের গাড়ি ভাঙচুর ও আহত বিদ্যুৎ কর্মী


ওয়েবডেস্ক, জলঙ্গী, ১৪ মার্চ : জলঙ্গীতে বিদ্যুৎ কর্মী ও অফিসারদের মারধর, ইট বৃষ্টি ও গাড়ি ভাঙচুর।  আহতরা সাদিখাঁড়দেয়াড় গ্রামীন হাসপাতালে চিকিৎসাধীন।  বুধবার বেলা ৩ টে নাগাদ জলঙ্গি বিদ্যুৎ দফতরের দুই জন অফিসার ও নয়জন চুক্তি ভিত্তিক কর্মচারী নিয়ে ওই ব্লকের যোদসিরামপুর গ্রামে বিদ্যুৎ চুরি আটকাতে হানা দেয়। সূ্ত্রের খবর, এদিন বিদ্যুৎ চুরি আটকাতে গ্রামের অন্যান্য বাড়ির মত মিলন মালিথার বাড়িতে হানা দেয়। মিলন মালিথার বাড়ি হানার সময় তার পরিবারের সঙ্গে কর্মচারীদের বচসা শুরু হয়। ঠিক সেই সময় অফিসারদের ওপর এলোপাথারি ইট বৃষ্টি ও কোদাল দিয়ে মারধর শুরু করে তারা। ভাঙচুর করে অফিসারদের গাড়ি।  


দুজন অফিসারকে আহত অবস্থায় সাদিখাঁড়দেয়াড় গ্রামীন হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের নাম মানোয়ার বিশ্বাস এবং মন্টু মন্ডল।  তারা এখন দুজনেই চিকিৎসাধীন। বাড়ির   মিলন মালিথার নামে জলঙ্গী থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। অভিযুক্তরা পলাতক। 


No comments:

Post a Comment