25 October 2017

জাগরণ মঞ্চের কন্ঠে 'সেফ ড্রাইভ, সেভ লাইফ'


ওয়েবডেস্ক, কাজীনূর জগতশেঠ, ২৫ অক্টোবর : অধুনা দৈনন্দিন জীবনে নিরাপদ ড্রাইভিং সড়ক নিরাপত্তা একটি অপরিহার্য উপাদান। আর সেই চেতনাকে জনগণ মানসে ছড়িয়ে দিতে এগিয়ে এল গ্রাম-গঞ্জের সদ্যগঠিত এক সংস্থা তথা 'জাগরণ মঞ্চ'। বেলডাঙ্গা মহকুমা এলাকায় তারা বিভিন্ন ধরনের সমাজকল্যাণ ও মানবিক কাজে অগ্রণী ভূমিকা নিয়েছে ইতিমধ্যে। এদিন তারা নাগরিক সমাজ, পুলিশ, পরিবহন, স্বাস্থ্য, সড়ক প্রভৃতির মধ্যে সমন্বয় সাধন গড়ে তুলতে আয়োজন করে 'সেফ ড্রাইভ, সেভ লাইফ' নামক বিশেষ অভিযান। এদিন জাগরণ মঞ্চের তত্ত্বাবধানে বৈকাল ৩ ঘটিকা থেকে বেগুনবাড়ি মোড় থেকে হেলমেট পরিহিত একটি বিশাল মোটরবাইক র‍্যালি বের হয়। স্থানীয় বেগুনবাড়ি, স্বরূপনগর, কাপাসডাঙ্গা, হিজুলি, কাজিসাহা প্রভৃতি গ্রামের কয়েকশো যুবক ও সাধারণ মানুষ র‍্যালিতে অংশ নেয়। দীর্ঘ প্রায় দেড়ঘন্টা ধরে বাইক র‍্যালি স্বরূপনগর, কাজিসাহা কালিতলা পার করে পুনরায় গন্তব্য স্থলে এসে পৌছায়। 

এদিনের 'সেফ ড্রাইভ, সেভ লাইভ' অভিযানে উপস্থিত ছিলেন প্রোগ্রামের মূল উদ্যোক্তা তথা বেলডাঙ্গা থানার ওসি মাননীয় শ্রীসমিত তালুকদার মহাশয়। র‍্যালি শেষে তিনি মন্তব্য করেন, " রোড সিকিউরিটি আমাদের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। চলার পথে অনিয়মিত গাড়ি চালানো হেতু রাস্তায় দুর্ঘটনা অনবরত বেড়েই চলেছে। যাতে করে প্রতিদিন কেউ না কেউ অনাথ, বিধবা, অভিভাবকহীন হয়ে পড়ছেন। ফলত,  হামেশা একটা সুন্দর পরিবার, একটা মনোরম সমাজ ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আর এসব থেকে বাঁচতে হলে আগে আমাদের নিজেদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে হবে। এই ধরনের দুর্ঘটনা এড়াতে  রাজ্যের মুখ্যমন্ত্রীর আদর্শ 'সেফ ড্রাইভ, সেফ লাইফ' অভিযান। বেলডাঙ্গা থানার উদ্যোগে আমরা প্রায়শই এই ধরনের সচেনতাবৃদ্ধিমূলক অভিযান করে থাকি, তবে আজ স্থানীয় 'জাগরণ মঞ্চ' যেভাবে এগিয়ে এসেছে সেটি অত্যন্ত প্রশংসনীয়। এত অল্প সময়ে, এত লোকের উপস্থিতি, এবং সর্বোপরি এই বিশাল ভিড়ের মধ্যেও তারা যেভাবে সবকিছু সুষ্ঠভাবে পরিচালনা করতে পেরেছে সেজন্য তাদের বেলডাঙ্গা থানার পক্ষ জানাই কুর্নিশ।" শুধু তাই নয়, আগামীদিনেও তিনি জাগরণ মঞ্চকে নিয়ে এক বা একাধিক কর্মসূচি গ্রহনের বার্তা দিলেন।


'সেফ ড্রাইভ, সেভ লাইফ' অভিযানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও রাজনীতিবিদ আবুতাহের সেখ, স্থানীয় বেগুনবাড়ি অঞ্চল সভাপতি লুতফর রহমান এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ। জাগরণ মঞ্চের সম্পাদক তাজমত সেখ মন্তব্য করেন, বেপরোয়াভাবে গাড়ি চলাচল আমাদের নিজেদের ক্ষতি করে। তাছাড়া হেলমেট না পরা কিংবা সিগনালিং সিস্টেমকে সঠিকভাবে ব্যবহার না করার ফলে দুর্ঘটনা ক্রমশ বাড়ছে। এর প্রতিকার স্বরূপ আমাদের আজকের এই 'সেফ ড্রাইভ, সেভ লাইফ' অভিযান। আমরা ভীষনভাবে আনন্দিত যে, সাধারণ মানুষ মঞ্চের ডাকে সাড়া দিয়েছেন। এছাড়া কৃতজ্ঞতা স্বীকার করছি মাননীয় ওসির কাছে, যিনি আমাদের এই ধরনের কাজে এগিয়ে আসতে সবসময় উৎসাহিত করেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। অন্যদিকে আমি মঞ্চের পক্ষ থেকে সকলের কাছে অনুরোধ জানাব, আপনারা সড়ক ব্যবহার করার সময় যাবতীয় রীতি-নীতি মেনে চলার চেষ্টা করুন। যাতে করে চলার পথ সহজ ও সুন্দর হয়ে ওঠে। মঞ্চের অন্যতম মুখপাত্র সুজাউদ্দিন আহমেদ বলেন, সড়ক দুর্ঘটনা এড়াতে বাহকের ভূমিকার সাথে সাথে রাস্তাঘাটের পরিস্থিতিও সম্পর্কযুক্ত। এদিক থেকে বেলডাঙ্গা থেকে আমতলা রুটের রাস্তার অবস্থা একেবারে নাজেহাল। আমরা অতি শীঘ্রই এর প্রতিবাদে রাস্তায় নামার সিদ্ধান্ত নিয়েছি।



এদিনের সেফ ড্রাইভ, সেভ লাইফ' অনুষ্ঠানের অন্যতম প্রধান অতিথি, আবুতাহের সেখ একধাপ এগিয়ে বলেন, "আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি অন্যতম বিশেষ ভাবনা ' সেফ ড্রাইভ, সেভ লাইফ'। ২০১৬ সালের জুলাই মাসে এর সূচনা হলেও এই ধরনের কর্মসূচি স্থানীয় এলাকায় কেউই তেমনভাবে উদ্যোগ নেয়নি।যাইহোক, জাগরণ মঞ্চ আজকে যে উদ্যোগ ও দায়িত্ব দেখিয়েছে তাতে আগামীতে সমাজজীবনে তাদের অনেক দায়িত্ব বেড়ে যাবে।'' এদিন তিনি মুখ্যমন্ত্রীর সুরেই আরো বলেন, " আসুন শপথকরি, আজ থেকে আমরা রাস্তাতে চলার সময় সভ্যভাবে দায়িত্ব সহকারে গাড়ি চালাব, সড়ক ব্যবহারের যাবতীয় বিধি মেনে একে অপরের জান-মালের নিরাপত্তার জন্য নিয়মানুবর্তিতাভাবে রাস্তাঘাটে যাতায়ত করব।" এদিন মঞ্চের যাবতীয় কার্যকলাপ সম্পন্ন করার পর সন্ধ্যা পাঁচঘটিকা নাগাদ মঞ্চের সভাপতি মোহাম্মাদ ইব্রাহিম ওরফে শান্ত মহাশয় সকলের প্রতি কৃতজ্ঞতা, অভিনন্দন ও আগামীর শুভেচ্ছা জানিয়ে এদিনের কর্মসূচির সমাপ্তি ঘোষনা করেন।



No comments:

Post a Comment