ওয়েবডেস্ক, বেলডাঙা, ১ সেপ্টেম্বর : দিল্লিতে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের কাছ থেকে স্বচ্ছ বিদ্যালয় পুরস্কার গ্রহন করল মুর্শিদাবাদের জেলার বেলডাঙা চক্রের ৪০ নং নওপুকুরিয়া নূতনপাড়া প্রাথমিক বিদ্যালয়। আজ ১ সেপ্টেম্বর দিল্লির ডক্টর সর্বপল্লি রাধাকৃষ্ণণ অডিটোরিয়ামে স্বচ্ছ বিদ্যালয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। এদিন প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, শিশু শিক্ষা কেন্দ্র, মাধ্যমিক শিক্ষা কেন্দ্র সহ সারা দেশের মোট ১৭২ টি বিদ্যালয়ের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। মুর্শিদাবাদ জেলার বেলডাঙা চক্রের ৪০ নং নওপুকুরিয়া নূতনপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিশ্বজিৎ দত্ত ও বিদ্যালয়ের শিশু সংসদের স্বাস্থ্য মন্ত্রী মুস্তাকিম সেখ এই পুরস্কার গ্রহন করেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভরেকর-এর হাত থেকে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী উপেন্দ্র কুশ্বাহা, ড. এম এন পাণ্ডে, নরেন্দ্র সিং তোমার, দিল্লির রাজ্যপাল, মহারাষ্ট্রের স্পিকার, তামিলনাড়ুর কমিশনার প্রমূখ। এবারে পশ্চিমবঙ্গে থেকে মোট ১০টি বিদ্যালয় কেন্দ্রের কাছ থেকে স্বচ্ছ বিদ্যালয় পুরস্কার পায়। তার মধ্যে মুর্শিদাবাদ জেলার একমাত্র ৪০ নং নওপুকুরিয়া নূতনপাড়া প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের শিক্ষক বিশ্বজিৎ দত্ত বলেন, 'পুরস্কার হাতে পেয়ে আনন্দে বুক ভরে যাচ্ছে। এই পুরস্কার আগামীতে বিদ্যালয়কে আরও এগিয়ে নিয়ে যেতে আমাদের অনুপ্রেরণা যোগাবে।'


No comments:
Post a Comment