ওয়েবডেস্ক, কিবরিয়া আনসারী, ডোমকল, ৩ সেপ্টেম্বর : প্রায় কিছু দিন থেকেই বিদ্যুৎ বিভ্রাটে ভুগছেন ডোমকলের বাসিন্দারা। ঈদের দিনেও অন্ধকারেই থাকতে হল তাদের। শনিবার ডোমকলে দুপুর থেকে রাত পর্যন্ত টানা ৯ ঘন্টা বিদ্যুৎ ছিল না বলে অভিযোগ স্থানীয়দের। আর এর প্রতিবাদ জানিয়ে সন্ধ্যা ৭ টা নাগাদ উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করে এবং পাওয়ার হাউস ভাঙ্গচুর চালায়। এদিন ডোমকল বাজার এলাকায় এই ঘটনার ফলে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় বাসিন্দা তহিদুল ইসলাম বলেন, 'কিছু দিন থেকে একদম বিদ্যুৎ থাকছে না। আমরা এসএস সাহেবকে বলেছি অন্তত ঈদের দিন বিদ্যুৎ পরিষেবা ভালো থাকে যেন এবং তিনি আমাদের কথা দিয়েছিল কোনো সমস্যা হবে না। তাসত্ত্বেও আজ সারাটা দিন বিদ্যুৎ নেই। এই কারনে আমরা রাস্তা অবরোধ করেছি।' ডোমকল পাওয়ার হাউস ডিভিশনের এডিটেক সুবির বিশ্বাস বলেন, 'হঠাৎ আজকে একটা ফিডার নষ্ট হয়ে যায়। আমরা সকলে হাজার চেষ্টা করেও ফিডারটা ঠিক করতে পারিনি। সেই কারনে, শিবনগর, ফতেপুর, ভগিরথপুর, লস্করপুর, বৃন্দাবনপুর, বাগডাঙ্গা, মধূরকুল, কুশাবেড়িয়া, মুক্তারপুর, আমিনাবাদ, পিপড়াপুরি এলাকা গুলিতে আমরা বিদ্যুৎ পরিষেবা দিতে পারিনি।' তিনি আরও বলেন, 'প্রায় ২০০ জন ভিতরে ঢুকে আমাদেরকে মারধোর করে। এমন কি গিয়ার বক্স, গাড়ি, জানালা-দরজা সমস্ত কিছু ভাঙ্গচুর করে।' এমন অবস্থায় ঘটনাস্থলে ডোমকলের এস ডি পি ও মাকসুদ হাসান বিশাল পুলিশ বাহিনী নিয়ে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। এস ডি পি ও সাহেব বলেন, 'আমরা এস এস সাহেব এবং গ্রামবাসীদের নিয়ে একটা মিটিং করে সমস্যার সমাধানের- আশ্বাস দিলে তারা বিক্ষোভ তুলে নেয়।'
 




 
No comments:
Post a Comment