31 August 2017

নিজের পাতা বিদ্যুতের তারে জড়িয়ে মারা গেল জমির মালিক



ওয়েবডেস্ক, সাহেব, ডোমকল, ৩১ আগস্ট : নিজের পাতা ফাঁদে নিজেই জড়িয়ে প্রাণ দিলেন জমির মালিক। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে মুর্শিদাবাদের ইসলামপুর থানার সীতানগরে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে, মৃত ব্যক্তির নাম জাহান্দার আলী(৩৯)। স্থানীয় সীতানগর দিয়ার মাঠ এলাকায় তার তিন বিঘা জমি আছে। এ বছর সেই জমিতে তিনি ধান চাষ করেছেন। কিন্তু ইঁদুরের সমস্যায় জেরবার হয়ে উঠেছিলেন তিনি। প্রায় প্রতিদিনই রাতের অন্ধকারে ইঁদুরের দল এসে তার ফসল নষ্ট করে খেয়ে চলে যাচ্ছিল। ফসল না পেলে তিনি আর্থিক সমস্যায় পড়বেন ভেবে ফন্দি বের করেন। জমির পাশের একটি জায়গা থেকে বিদ্যুতের তার দিয়ে ঘিরে দেন জমি। পরে রাতে সেই তারে বিদ্যুত সংযোগ করে দেন, যাতে ইঁদুরের দল আর ফসল নষ্ট করতে না পারে। এভাবেই চলছিল। আটকানো গেছিলো ইঁদুরের দল। খুশি হয়েছিলেন জাহান্দার। কিন্তু এদিন রাতে মাঠে জমি দেখতে গিয়ে ভুলে গেছিলেন বিদ্যুতের কথা। জমিতে পা দিতেই সেই তারেই জড়িয়ে যান তিনি। ঘটনাস্থলেই মারা যান জমিমালিক জাহান্দার। ইসলামপুর থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।


No comments:

Post a Comment