12 September 2017

হরিহরপাড়ায় কন্যাশ্রী পার্ক উদ্বোধন



ওয়েবডেস্ক, রাকিবুল ইসলাম, ১২ সেপ্টেম্বর : মুর্শিদাবাদ হরিহরপাড়ায় কন্যাশ্রী কন্যাদের উৎসাহী করতে উদ্বোধন হল কন্যাশ্রী পার্ক। রাজ্যের এটিই প্রথম কন্যাশ্রী পার্ক বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। সোমবার এই পার্কের উদ্বোধন করেন এডিএম সমনজিৎ সেনগুপ্ত। উপস্থিত ছিলেন সমনজিৎ সেনগুপ্ত সহ হরিহরপাড়া ওসি কার্তিক মাজি, বিডিও পূর্ণেন্দু স্যানাল ও বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা। হরিহরপাড়া ব্লক অফিসের উদ্যোগে  ৫০০০ বর্গমিটার জায়গা জুড়ে এই পার্কটি নির্মিত হয়েছে ব্লক অফিস ময়দানে। হরিহরপাড়া বিডিও পূর্ণেন্দু স্যানাল জানান, 'আমরা কন্যাশ্রী কন্যাদের উৎসাহিত করতে এই পার্কটি খুলেছি। প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত পার্ক খোলা থাকবে। পার্কে প্রবেশের জন্য কোনও মূল্য দিতে হবে না। পার্কে একজন শারীরশিক্ষা প্রশিক্ষক ও বিভিন্ন বিনোদনের সরঞ্জাম থাকবে। তাছাড়া আমরা আগামী দিনে তাদের জন্য পার্কের মধ্যে একটি ক্লাবঘর তৈরী করে কম্পিউটার ও ইন্টারনেটের সুবিধা রাখবো।'


No comments:

Post a Comment