ওয়েবডেস্ক, সাহেব, ডোমকল, ১০ সেপ্টেম্বর : রবিবার মুর্শিদাবাদ জেলার ডোমকলে এক নাবালিকা ছাত্রীকে রাস্তা থেকে অপহরণ করতে গিয়ে ধরা পড়ল অপহরণকারী। ঘটনাটি ঘটেছে এদিন দুপুরে ডোমকলের  ইসলামপুর থানা এলাকার চকজমা গ্রামে। ঘটনার পর থেকেই চাঞ্চল্য এলাকায়। জানা গেছে এদিন দুপুরে নশিপুর হাই মাদ্রাসার অষ্টম শ্রেণির এক ছাত্রী পিঙ্কি খাতুন (নাম পরিবর্তিত) বাড়ি থেকে বেরিয়ে মাঠের রাস্তা ধরে প্রতিবেশির বাড়ি যাওয়ার সময় এক অপরিচিত বাইক আরোহী মাঝপথে বাইক দাঁড় করে সেই জায়গার নাম জানতে চাওয়ার বাহানায় তাকে কাছে ডেকে তার মুখ চেপে ধরে জোরপূর্বক বাইককে তোলার চেষ্টা করে। নাবালিকা চিৎকার শুরু করলে স্থানীদের নজরে পড়ে যায় ঘটনাটি। তখন নাবালিকাকে ফেলে ঘটনাস্থল ছেড়ে পালাবার চেষ্টা করে অপহরণকারী। প্রায় দু-কিমি দুরে বাইক সহ তাকে আটকে ধরে গ্রামবাসীরা এবং শুরু হয় গনপিটুনি। অভিযুক্তকে গনপিটুনি দেওয়ার পরে ঘটনার খবর দেওয়া হয় ইসলামপুর থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পুলিশ। স্থানীয়দের হাত থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যান অভিযুক্ত অপহরণকারীকে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তের নাম হাবিব সেখ, তার বাড়ি দৌলতাবাদ থানার পাগলাট্যাক গ্রামে। এবিষয়ে ইসলামপুরের একপুলিশ আধিকারিক জানান, চকজমা গ্রামের জোরপূর্বক একটি নাবালিকাকে বাইকে তোলার চেষ্টা করলে সেই ঘটনাটি স্থানীয়দের নজরে আসে। তখনই ঘটনাস্থল ছেড়ে বাইক নিয়ে পালিয়ে গেলেও বেশ কিছুটা দুরে গ্রামবাসীরা তাকে ধাওয়া করে ধরে ফেলে। পরে তারা পুলিশে খবর দিলে আমরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে এনেছি। এখন বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
 


 
No comments:
Post a Comment