ওয়েবডেস্ক, বেলডাঙা, ২৩ সেপ্টেম্বর : বেলডাঙায় ইলেকট্রিক শকে মৃত্যু হল একজনের। মৃতের নাম চায়না মন্ডল(৩৮)। ঘটনাটি ঘটেছে শনিবার সকাল ৯ টা নাগাদ বেলডাঙা থানার কালিতলা গ্রামে। পরিবার সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৯ টা নাগাদ বাড়ির কাজে ব্যস্ত ছিল চায়না মন্ডল। কাজের মধ্যেই হঠাৎ বাড়ির টেবিল ফ্যানের ছেঁড়া তারের সঙ্গে জড়িয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে বেলডাঙা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষনা করেন। পুলিশ মৃত দেহটিকে ময়না তদন্তের জন্য বহরমপুর মেডিক্যাল কলেজে পাঠিয়েছেন।


No comments:
Post a Comment