23 September 2017

বেলডাঙায় ডাকাতি করতে গিয়ে অস্ত্র সহ আটক ২


ওয়েবডেস্ক, বেলডাঙা, ২৩ সেপ্টেম্বর : বেলডাঙায় জাতীয় সড়কে ডাকাতি করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ল অস্ত্র সহ দুই ডাকাত। পলাতক আরও পাঁচ জন। শনিবার রাত ১ টা নাগাদ বেলডাঙা ভাবতা বাজার সংলগ্ন ৩৪ নং জাতীয় সড়ক থেকে পুলিশ তাদের আটক করে। তাদের কাছ থেকে একটি সেভেন এমএম ও দুইটি ওয়ান সাটার উদ্ধার হয়। আটক দুই জনের নাম সঞ্জয় মন্ডল ও তহিদুল সেখ। সঞ্জয় মন্ডলের বাড়ি জিয়াগঞ্জ থানার বিলকান্দি এলাকায় ও তহিদুল সেখের বাড়ি রানীনগর থানার বাঙধারা এলাকায়। শনিবার পুলিশ তাদের দুই জনকে  কোর্টে হাজির করেন। সূত্রের খবর, শনিবার রাত ১ টা নাগাদ প্রায় ৭ জন বেলডাঙা ভাবতা বাজার  সংলগ্ন ৩৪ নং জাতীয় সড়কে গ্রুপ ডাকাতি করার পরিকল্পনা নিয়েছিল। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় ঘটনাস্থলে। সেখান থেকে একটি সেভেন এমএম ও দুটি ওয়ান সাটার সহ ২ জন আটক করতে পারলেও পালিয়ে যায় আরও ৫ জন। বেলডাঙা থানার ওসি সমিত তালুকদার জানান, 'গত রাত্রিতে এদের সাতজন গ্রুপ লরি ছিনতাই এর উদ্দেশ্যে ভাবতা বাজার সংলগ্ন ৩৪ নং জাতীয় সড়কে সমবেত হয়েছিল। আমরা গোপন সূত্রে খবর পেয়ে সেখানে হানা দিই। একটি সেভেন এমএম, দুটি ওয়ান সাটার সহ দুই জনকে আটক করতে পারলেও বাকি পাঁচজন পালিয়ে যায়। তাদের খোঁজে তল্লাশি চলছে।'


No comments:

Post a Comment