ওয়েবডেস্ক, বেলডাঙা, ২৭ আগস্ট : জাতীয় স্তরে স্বচ্ছ বিদ্যালয়ের পুরস্কার পাচ্ছে মুর্শিদাবাদ জেলার বেলডাঙা চক্রের ৪০ নং নওপুকুরিয়া নূতনপাড়া প্রাথমিক বিদ্যালয়। আগামী ১ সেপ্টেম্বর দিল্লির ডক্টর সর্বপল্লি রাধাকৃষ্ণণ অডিটোরিয়ামে এই পুরস্কার দেওয়া হবে। প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, শিশু শিক্ষা কেন্দ্র, মাধ্যমিক শিক্ষা কেন্দ্র মিলে মোট ৩.১৮ লক্ষ অনলাইনে আবেদন জমা পড়েছিল এই পুরস্কারের জন্য। অন্তিম পর্যায়ে ৬৪২টি বিদ্যালয়ে মধ্যে দেশের ১৭২ টি বিদ্যালয় জাতীয় সম্মান পাচ্ছে। উল্লেখ্য বিদ্যালয়টি ইতিপূর্বে নির্মল বিদ্যালয়, শিশুমিত্র বিদ্যালয়, সেরা বিদ্যালয়ের পুরস্কার অর্জন করেছে। গত ২৪ তারিখে ছাদের উপর সবজি বাগান-মরুদ্যান, জলভরো জলধরো প্রকল্পে মাছ চাষ, শিশুদের নিজস্ব ছবি ও লেখা নিয়ে "অঙ্কুর" পত্রিকা ও শিল্প কলা-যামিনীরায় কক্ষ উদ্বোধন হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিচী ট্রাস্ট অফ ইন্ডিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক শ্রী কুমার রানা, শিশু সুরক্ষা কমিশনার শ্রী অশোকেন্দু সেনগুপ্ত, মুর্শিদাবাদ জেলা সংসদ সভাপতি শ্রী দেবাশিস বৈশ্য, জেলার বিশিষ্ট আধিকারিক, অবর বিদ্যালয় পরিদর্শক ও বেলডাঙ্গা চক্রের প্রায় ৩০০জন শিক্ষক-শিক্ষিকা। বিদ্যালয়ের শিক্ষক বিশ্বজিৎ দত্ত বলেন, 'এবারে পশ্চিমবঙ্গে থেকে যে ১০টি বিদ্যালয় জাতীয় পুরস্কার পাচ্ছে তার মধ্যে মুর্শিদাবাদ জেলার একমাত্র আমাদের বিদ্যালয়। আগে আমরা একাধিক পুরস্কার পেয়েছি। আর এবার জাতীয় স্তরের পুরস্কার পাব জানতে পেরে আমরা খুব আনন্দিত।'
![]() |
| ছাদে সবজি বাগান-মরূদ্যান প্রকল্প |



No comments:
Post a Comment