ওয়েবডেস্ক, কিবরিয়া আনসারী, ডোমকল, ২৭ আগস্ট: বন্যা দুর্গত মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য ত্রাণ সংগ্রহ করছেন ডোমকলের বিধায়ক আনিসুর রহমান। রবিবার বিকাল ৪ টে থেকে সন্ধ্যা পর্যন্ত ত্রাণ সংগ্রহ করতে দেখা গেল আনিসুর রহমানকে। এদিন প্রায় ৫০ জন সহকর্মীদের নিয়ে ভ্যান গাড়ি করে ডোমকলের সমস্ত বাজারে বাজারে গিয়ে বন্যা দুর্গতদের জন্য আর্থিক সাহায্যের জন্য আবেদন করলেন বিধায়ক। বিধায়ক আনিসুর বলেন, 'মানুষ হয়ে যদি মানুষের পাশে না থাকতে পারি তাহলে কিসের মানুষ। মালদা জেলার মানুষ আজ বন্যার কারনে যে কস্টে রয়েছে তা অতি দুঃখজনক। আমি আজ ব্যক্তিগত ভাবে তাদের সাহায্যের জন্য ত্রাণ সংগ্রহ করতে পথে নেমেছি। আমরা কিছু দিনের মধ্যেই চাল, ডাল, পানীয় জল তাদের দরবারে পৌছে দেব।'


No comments:
Post a Comment