ওয়েবডেস্ক, নওদা, ২৬ আগস্ট : এবারে নওদা ব্লকের নওদা চক্রের নির্মল বিদ্যালয় পুরষ্কার পেল চক্রের ৮ নং ত্রিমোহিনী প্রাথমিক বিদ্যালয়। শনিবার সর্ব শিক্ষা মিশনের পক্ষ থেকে এই পুরস্কার তুলে দেওয়া হয় ওই বিদ্যালয়ের শিক্ষক সব্যসাচী ও শিক্ষক মঃ আব্দুল আলিমের হাতে বহরমপুর রবীন্দ্র সদনে অনুষ্ঠান মঞ্চে। পুরস্কার হিসাবে দেওয়া হয়েছে ডিজিটাল ক্লক, পাঁচ হাজার টাকার চেক ও মানপত্র। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার অতিরিক্ত জেলা শাসক শ্রী বিভু গোয়েল, জেলা প্রকল্প আধিকারিক পার্থপ্রতীম দাস, জেলা প্রাথমিক সংসদ সভাপতি দেবাশীষ বৈশ্য, ডি আই (মাধ্যমিক) পূরবী দে বিশ্বাস, ডি আই (প্রাথমিক) রুবিনা তামাং এছাড়া জেলার বিভিন্ন চক্রের এস আই-রা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদুজ্জাৃ্মান বলেন, 'নির্মল বিদ্যালয় পুরষ্কারটি আমাদের বিদ্যালয়কে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগাবে।'


No comments:
Post a Comment