27 August 2017

মালদায় গঙ্গার ভাঙনে ভিটেমাটি হারা কয়েকশো পরিবার



ওয়েবডেস্ক, পঙ্কজ সিংহ,  ধুলিয়ান ২৭ আগস্ট : গঙ্গার ব্যাপক ভাঙ্গনে জেরে ভিটে-মাটি হারিয়ে দিশেহারা কয়েকশো পরিবার। মালদা জেলার কালিয়াচক ৩ নং ব্লকের অন্তর্গত পার-দেওনাপুর, শোভাপুর গ্রাম পঞ্চায়েতের অধীন পার-অনুপনগর, পার-লালপুর, গোলাব মন্ডল পাড়া, খাসপাড়া গ্রামে গত কয়েক দিন ধরে একের পর এক বাড়ি ও ভিটে-মাটি নদী গর্ভে তলিয়ে যাচ্ছে। এই অসহায় পরিবারগুলি ঠাঁই নিচ্ছে খোলা আকাশের নিচে, চরম কষ্টের মধ্যে দিয়ে অতিবাহিত করতে হচ্ছে দিন। বিগত বছরগুলোতে একই দৃশ্য দেখা দিয়েছিল। জেলা আধিকারিক, প্রশাসন এসেও কিছু সুরাহা করতে পারছে না। এদিন জিতেন বিশ্বাসের নতুন পাকা বাড়ি নদী গর্ভে তলিয়ে যায়। গ্রামবাসীরা এর জন্য দায়বদ্ধ করছেন প্রশাসনকে। জিতেন বিশ্বাস বলেন, 'জেলা আধিকারিক ও প্রশাসন সময় মত ব্যবস্থা নিলে আমাদের বাড়ি নদীর গর্ভে তলিয়ে যেত না।' এদিকে শোভাপুর গ্রাম পঞ্চায়েতের অধীন পার-লালপুর রাধা গোবিন্দ মন্দিরের সামনে গঙ্গার ভাঙ্গনের ফলে ফাটল দেখা দিয়েছে। স্থানীয় মানুষ আতঙ্কে দিন কাটাছে। এই মন্দিরে দূরদূরান্ত থেকে ভক্তদের আনাগোনা হয়।  প্রতি বছর লীলা কীর্তন, দুর্গা পূজা, রাসলীলা, রথযাত্রা পালিত হয়। সেই মন্দিরের সামনে  ফাটল দেখা দেওয়ায়  স্থানীয় মানুষের কপালে চিন্তার ছায়া দেখা দিয়েছে। দিনের পর দিন ভয়াবহ আকার ধারন করেই চলেছে এ অঞ্চলের গঙ্গা নদী। 







No comments:

Post a Comment