ওয়েবডেস্ক, বেলডাঙা, ১ জুলাই : মোহনবাগান সেল একাডেমির ট্রায়াল ক্যাম্প এবার মুর্শিদাবাদ জেলায় বেলডাঙায়। দেবকুন্ড ইউনিয়ন স্পোর্টিং ক্লাবের উদ্যোগে মোহনবাগান সেল একাডেমির ট্রায়াল ক্যাম্প অনুষ্ঠিত হয় শনিবার সকাল ৮ টা নাগাদ বেলডাঙার দেবকুন্ড ফুটবল ময়দানে। শনিবার ট্রায়াল ক্যাম্পে মোট ৫০ জন খেলোয়ার অংশগ্রহণ করে। এই ট্রায়াল ক্যাম্প চলবে সোমবার পর্যন্ত। এদিন ময়দানে উপস্থিত ছিলেন কালিগঞ্জের বিধায়ক হাসানুজ্জামান, বেলডাঙা বিধায়ক সফিউজ্জামান ও মোহনবাগান সেল একাডেমীর কোচ দেবকুমার রায় সহ বিশিষ্টজনেরা। মোহনবাগান সেল একাডেমীর কোচ দেবকুমার রায় বলেন, ‘আমরা প্রত্যন্ত গ্রাম থেকে ভাল খেলোয়াড়দের বেছে আনতে এই ট্রায়াল ক্যাম্পের ব্যবস্থা করেছি।’ দেবকুন্ড ইউনিয়ন স্পোর্টিং ক্লাবের সম্পাদক নাজমে আলম জানান, ‘মোহনবাগানের এই ধরনের ট্রায়াল ক্যাম্প মুর্শিদাবাদে প্রথম হচ্ছে। আমরা খুব খুশি প্রত্যন্ত গ্রামের খেলোয়ারদের এই ক্যাম্পের মাধ্যমে মোহনবাগানের মত বড়ো ক্লাবে অংশগ্রহণ করার সুযোগ করে দেবার জন্য।'


No comments:
Post a Comment