ওয়েবডেস্ক, বেলডাঙা, ২৭ জুন : খুশির পবিত্র ঈদের দিনে এলাকার কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে মাতলো বেলডাঙা গঙ্গাপুর গ্রাম। সোমবার বেলা ১১ টা থেকে ৫ টা পর্যন্ত এই অনুষ্ঠান চলে। এদিন ৫০ জন মাধ্যমিক ও ৩২ জন উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ পরীক্ষার্থীর হাতে সংবর্ধনা ও পুরস্কার তুলে দেওয়া গঙ্গাপুর নুরুদ্দোজা খাতুন এডুকেশনাল এন্ড সোশাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক ও সোসাইটির সদস্য মোঃ নুরুল ইসলাম মিয়া, ভাবতা হাই মাদ্রাসার প্রাক্তন শিক্ষক মহঃ আসতাইন সেখ ও বিশিষ্টজনেরা। উল্লেখ্য এই সোসাইটি এলাকার শিক্ষা, জন সচেতনা ও জনস্বাস্থ্য নিয়ে ১২ বছর থেকে বিভিন্ন সেবামূলক কাজ করে চলেছে। এই সোসাইটি ইতিপূর্বে আদর্শ পরীক্ষকদের দ্বারা উত্তরপত্র মানোন্নয়ন কর্মশালা, পরীক্ষার প্রাক মুহুর্ত প্রস্তুতি কর্মশালা, রক্তদান শিবির, বিদ্যালয় ও নার্সারি শিক্ষার্থীদের কোচিং দেওয়া ব্যবস্থা করেছে। সোসাইটির এধরনের কাজে খুশি ছাত্রছাত্রী থেকে এলাকাবাসী সকলে।


No comments:
Post a Comment