19 April 2017

বেলডাঙায় কালবৈশাখী ঝড়ে অশ্বত্থ গাছ উপড়ে ক্ষতিগ্রস্ত কাঠের কারখানা


ওয়েবডেস্ক, বেলডাঙা, ১৯ এপ্রিল : হঠাৎ কালবৈশাখীর ঝড়ে উপড়ে গেল একটি প্রাচীন অশ্বত্থ গাছ। গাছটি ভেঙে পড়ে কাঠের একটি কারখানার উপর। ঘটনাটি ঘটেছে বেলডাঙার হরেকনগর ফারাজিপাড়ায় ১৯ এপ্রিল বুধবার রাত ২টো নাগাদ। রাতের ক্ষণিকের কালবৈশাখী ঝড়ে গাছটি শিকড় সমেত উপড়ে যায়। পড়ে পাশে অবস্থিত হাফিজুর রহমানের কাঠের কারখানের উপর। কারখানাটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। কারখানার পাশের একটি বাড়ির শেডও ভেঙে পড়েছে এবং ছিঁড়ে যায় ইলেকট্রিক তার। রাত থেকে এলাকায় বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হলেও বিদ্যুৎ দপ্তরের তৎপরতায় বিকালের পর বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়েছে।

No comments:

Post a Comment