ওয়েবডেস্ক,
হরিহরপাড়া, ৬ এপ্রিল : হরিহরপাড়া
সি.এল.আর.সি কনফারেন্স হলে সর্বশিক্ষা মিশন সি.এল.আর.সি-র উদ্যোগে শারীর শিক্ষা ও
স্বাস্থ্য বিষয়ক দুদিনের কর্মশালার আয়োজন করা হয় বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায়।
এদিনের কর্মশালায় হরিহরপাড়ার বিভিন্ন স্কুলের চব্বিশ জন শিক্ষক প্রতিনিধি উপস্থিত
ছিলেন। কর্মশালার শুভ সূচনা করেন হরিহরপাড়া চক্রের অরব বিদ্যালয় পরিদর্শক রমজান
আলি। তিনি প্রারম্ভিক ভাষণে বলেন, 'কর্মশালার গুরুত্ব ও শিক্ষকদের নিজেদের সমৃদ্ধ
করে তা বিদ্যালয়ে প্রয়োগ করতে হবে।' আলোচনায় উঠে আসে এন.সি.এফ. ২০১৫, আর.টি.ই পশ্চিমবঙ্গ
২০১২। এছাড়াও গুরুত্ব পায় পথ সুরক্ষা বাড়নো। দুর্ঘটনার মুক্ত করার উদ্যোগকে এগিয়ে
নিয়ে যেতে 'সেভ ড্রাইভ সেভ লাইফ'এর উপর বিশেষ উপস্থাপনা দেন ডি.আর.পি হানিফ ইকবাল।


No comments:
Post a Comment