ওয়েবডেস্ক, ৫ জানুয়ারি ২০১৭: ঘরের দরজার শিকল ভেঙ্গে ১৫ ভরি সোনা ও নগদ ১০ হাজার টাকার চুরির অভিযোগ উঠল বেলডাঙ্গা দেবকুন্ড গ্রামের তেলকল ব্যবসায়ী ইব্রাহিম সেখের বাড়ি থেকে গত রাতে। তেলকল ব্যবসায়ী ইব্রাহিম সেখ স্ত্রী ও মাকে নিয়ে থাকেন বেলডাঙা দেবকুন্ডু গ্রামের দক্ষিণ পাড়ায়। কর্মসূত্রে বাবা সাইফুল ইসলাম মুম্বাই-এ থাকে। পরিবারের দাবি বুধবার বাড়িতে মানুষ মারা যাওয়ায় লোকজনের ভীড় ছিল সারাদিন। রাতে ইব্রাহিম সেখের মা দিলনাহার বেগম বৌমার ঘরে ঘুমাতে যায়। ছেলে ইব্রাহিম সেখ বাড়িতে ছিল না। ইব্রাহিম সেখের মা দিলনাহার বেগম জানান, 'আমি রাতে ঘরে ছিলাম না। সেই সুযোগকে কাজে লাগিয়ে আমার ঘরের দরজা ভেঙ্গে ১৫ ভরি সোনা ও নগদ ১০ হাজার টাকা চুরি করে নিয়ে পালায়। থানায় অভিযোগ করেছি। আমি চাই পুলিশ বিষয়টি নিয়ে ভালোভাবে তদন্ত করুক।' গ্রামবাসী তাহের সেখ বলেন, 'এই ধরনের ঘটনা এর আগে কোনোদিনই আমাদের গ্রামে ঘটেনি।'


No comments:
Post a Comment