06 January 2017

মহুলা বিবেকানন্দ সমিতি পরিচালিত নক-আউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন


ওয়েবডেস্ক, ৬ জানুয়ারি ২০১৭: মহুলা বিবেকানন্দ সমিতি পরিচালিত নক-আউট ফুটবল  টুর্নামেন্টের শুভ উদ্বোধন হলো আজ। মুর্শিদাবাদ জেলার ৮ টি ফুটবল টিম খেলবে এই টুর্নামেন্টে। আজ তার প্রথম উদ্বোধন ম্যাচ হয় বেলডাঙা কোচিং ক্যাম্প বনাম কাপাসডাঙ্গা অগ্রগামী ক্লাবের মধ্যে। বেলডাঙা কোচিং ক্যাম্প ৪/০ গোলে কাপাসডাঙ্গা অগ্রগামী ক্লাবকে  পরাজিত করে।


No comments:

Post a Comment