ওয়েবডেস্ক, ৫ জানুয়ারি
২০১৭: রেজিনগর থানার লোকনাথপুরের সিরাজনগরে
শুরু হলো সিরাজনগর উৎসব ২০১৭। চলবে ৪ জানুয়ারি থেকে ৬ জানুয়ারি পর্যন্ত। এই উৎসব এবছর
৫ম বছরে পদার্পণ করলো। অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে বসে আঁকো, আবৃত্তি, নৃত্য, ক্যুইজ,
ক্রীড়া ইত্যাদি সাংস্কৃতিক প্রতিযোগিতা সহ বাউল গান, রবীন্দ্র সংগীত, নজরুলগীতি। নবাব
সিরাজের স্মৃতির উপলক্ষ্যে তৎকালিন রেলমন্ত্রী গনিখান চৌধুরী রেজিনগরের লোকনাথপুরে
সিরাজনগর হল্ট স্টেশন প্রতিষ্ঠা ও নামকরণ করেছিলেন। নবাব সিরাজদৌলা রেজিনগরের উপর দিয়েই
সসৈন্যে পলাশি যুদ্ধক্ষেত্রে রওনা দিয়েছিলেন। যুদ্ধের আগের দিন রেজিনগরের দাদপুর নবাবি
চটীতে অবস্থান করেছিলেন তিনি। এক উদ্যোক্তা বলেন, ' নবাব সিরাজের প্রতি শ্রদ্ধা ও
ভালোবাসার জন্যই আমাদের এই উৎসবের আয়োজন। প্রতি বছরের মতো এবারেও রেল স্টেশনের নিচেই
অনুষ্ঠান ও মেলার আয়োজন করেছি আমরা।' অনুষ্ঠানের সম্পাদক কাজিরুল মল্লিক এবং পরিচালনায়
মোশারফ হোসেন। অনুষ্ঠানে আমন্ত্রিত করা হয়েছে এলাকার বিশিষ্ট ব্যক্তিদের।


No comments:
Post a Comment