ওয়েবডেস্ক, বেলডাঙ্গা, ৭ জানুয়ারি : নক-আউট ক্রিকেটে ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হল বেলডাঙ্গা সি. আর. জি. এস. হাই স্কুল ময়দানে শুক্রবার বেলা ২ টার সময় নিখিলবঙ্গ শিক্ষক সমিতির উদ্যোগে। বেলডাঙা জোনের ফাইনালে চাম্পিয়ন হল কুমারপুর ভোলানাথ মেমোরিয়াল হাই স্কুল। মুর্শিদাবাদ জেলার নিখিলবঙ্গ শিক্ষক সমিতির উদ্যোগে গত তিন বছর ধরে এই নক-আউট ক্রিকেট টুর্নামেন্ট প্রতিযোগিতা চলছে শিক্ষক শিক্ষাকর্মীদের মধ্যে। বেলডাঙ্গা জোনের আটটি বিদ্যালয় এই খেলায় অংশগ্রহণ করে। আজ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় দাদপুর হাই স্কুল বনাম কুমারপুর ভোলানাথ মেমোরিয়াল হাই স্কুলের মধ্যে। দাদপুর হাই স্কুল টসে জিতে ব্যাট করে ১০ ওভারে ৯২ রান করলে কুমারপুর ভোলানাথ মেমোরিয়াল হাই স্কুল ৯ ওভারে ৫ উইকেটে ৯৪ রান করে চাম্পিয়ন হয়। খেলার ম্যান ওফ দ্যা ম্যাচ হয় কুমারপুর ভোলানাথ মেমোরিয়াল হাই স্কুল টিমের সন্তোষ মণ্ডল। জয় পেয়ে খুশির হাওয়া বিদ্যালয়ে।


No comments:
Post a Comment