ওয়েবডেস্ক, ৩ জানুয়ারি ২০১৭: দুষ্কৃতিকারীর ছোঁড়া বন্দুকের গুলিতে আহত ১ মোষ ব্যবসায়ী । নাম মুজাই সেখ(৫৫)। বাড়ি নপুকুরিয়া। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল ১০টায় বেলডাঙ্গা সরুলিয়ার যাওয়ার রাস্তায় জিয়ালা মাঠে ভাংলার কাছে। সূত্রের খবর মঙ্গলবার সকাল ১০ টার দিকে বেলডাঙ্গা হাটে যাওয়ার জন্য বাড়ি থেকে সাইকেল নিয়ে বের হয় মুজাই সেখ। ২ দুষ্কৃতিকারী পরিকল্পিতভাবে তাকে মারার উদ্দেশ্যে বাইক নিয়ে পেছনে ধাওয়া করে। নপুকুরিয়া সরুলিয়ার যাওয়ার রাস্তায় জিয়ালা মাঠে ভাংলার কাছে নির্জন এলাকা দেখে পেছেন থেকে ১ রাউন্ড গুলি চালায়। গুলি কোমরে লাগে। গুলির আওয়াজ শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের সাহায্যে মুজাই সেখকে আশঙ্কাজনক অবস্থায় বেলডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বহরমপুর মেডিক্যাল কলেজে হাসপাতালে স্থানান্তরিত করে। সে এখন মেডিক্যাল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন। বেলডাঙ্গার থানার এক পুলিশ আধিকারিক জানান বিষয়টি নিয়ে তদন্ত চলছে।


No comments:
Post a Comment