04 January 2017

বহরমপুরে নিউ ডলফিন নার্সিং হোমের শুভ উদ্বোধন


ওয়েবডেস্ক, ৪ জানুয়ারি ২০১৭: উন্নতমানের সঠিক চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে বহরমপুর চুঁয়াপুরে নিউ ডলফিন নার্সিং হোমের শুভ উদ্বোধন হলো আজ। ফিতে কেটে ও প্রদীপ জ্বালিয়ে  শুভ উদ্বোধন করেন বহরমপুরের সি.এম.ও.এইচ. ডাঃ নিরুপম বিশ্বাস। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম, নদিয়া কালিগঞ্জের বিধায়ক হাসানুজ্জামান ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই নার্সিং হোমের ২০টি বেডের ব্যবস্থা রয়েছে। নার্সিং হোমের কর্মকর্তা মাসুদ করিম বলেন- 'এখানে অনেক কম খরচে উন্নতমানের চিকিৎসা পরিষেবা পাবে রোগীরা।'

No comments:

Post a Comment