ওয়েবডেস্ক, বেলডাঙা, ৮ জানুয়ারি : ঝুনকা মডেল মিশন উদ্বোধন হল রবিবার সকাল ৮ টায় বেলডাঙ্গা ঝুনকা বড় বকুলতলায়। এই মিশনে নার্সারি থেকে প্রাইমারি পর্যন্ত পড়ানোর ব্যবস্থা রয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেগুনবাড়ি হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদ, বিশিষ্ট সমাজসেবী আমানুল্লা সেখ, সাফিক আহামেদ ও মিশনের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকগন। মিশনের সম্পাদক সফিকুল ইসলাম বলেন- ‘আমাদের এই গ্রামটি বেলডাঙ্গার একটি পিছিয়ে পড়া গ্রাম নামে পরিচিত। অল্প খরচ করে গ্রামে আধুনিক শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্যে এই মিশনটি প্রতিষ্ঠা করেছি।'


No comments:
Post a Comment