23 December 2016

রেজিনগর দাদপুরে জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত ১ জন


ওয়েবডেস্ক,  ২৩ ডিসেম্বর ২০১৬:  দাদপুর জাতীয় সড়কে লরি ও সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৃত ১জন। মৃতের নাম উদয় ঘোষ(৪৫), পেশায় গোয়ালা। বাড়ি দাদপুর বাজার। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল ৮ টা নাগাদ রেজিনগর থানার অন্তর্গত ছেতিনি মোড়ের সামনে ৩৪ নম্বর জাতীয় সড়কে। ঘাতক লরি সহ চালক ও খালাসি পলাতক।
স্থানীয় সূত্রে জানা যায়, রেজিনগর থানার অন্তর্গত দাদপুর গ্রামের উদয় ঘোষ বাড়ি থেকে সকাল ৮ টার দিকে মির্জাপুর গ্রামে দুধ আনতে যাচ্ছিল সাইকেলে চেপে জাতীয় সড়কের ওপর দিয়ে। যাওয়ার সময় একটি বহরমপুরগামী মালবাহী লরি পেছন থেকে ধাক্কা মারে তাকে। ঘটনাস্থলে থেকে গুরুতর আহত অবস্থায় উদয় ঘোষকে বেলডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে স্থানান্তরিত করা হয় বহরমপুর মেডিক্যাল কলেজ হসপিটালে। সেখানেই দুপুরের দিকে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় বাসিন্দা রহিম সেখ বলেন, 'এই রাস্তার উপর হামেশা দুর্ঘটনা ঘটে। কারণ জাতীয় সড়কে দুই ধারের মাটি সরে যাওয়ায় সাইকেল ও বাইক চালকেরা সহজে রাস্তা থেকে নিচে নামতে পারে না।'

No comments:

Post a Comment