23 December 2016

লরির সঙ্গে মোটর বাইকের সংঘর্ষে মৃত ২ ও আহত ১ জন বহরমপুরের আখের মিলে


ওয়েবডেস্ক, ২৩ ডিসেম্বর ২০১৬: লরির সঙ্গে বাইকের সংঘর্ষ নিহত ২ ও আহত ১ বাইক আরোহী। দুই বাইক আরোহী সুদীপ কর্মকার ও দীনেশ হাজরা ঘটনাস্থলে মারা যায়। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছে সন্দীপ মণ্ডল। এদের তিন জনের বাড়ি বহরমপুর থানার শ্রীপুরডাঙা গ্রামে।  লরিতে ভাঙচুর ও আগুন লাগিয়ে দেয় স্থানীয় বাসিন্দারা। ২টি দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রনে আনে। লরির চালক ও খালাসি পলাতক। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বহরমপুর থানার আখের মিল ৩৪ নং জাতীয় সড়কে গতকাল রাত ৯ টার সময়। 

No comments:

Post a Comment