ওয়েবডেস্ক, ১১ ডিসেম্বর ২০১৬: কবিতা বরাবরই টানে নদী, নদীকে ছুঁতে চায় কবিতা। ভাঙা গড়ার এই জীবন হেঁসেলে এক অনুভূতির মজা নিয়ে হাজির ছিলেন জেলার বিশিষ্ট কয়েকজন কবি, গল্পকার ও সংগীত শিল্পী। তবলার তাল, সুরের লহরা আর কবিতার ছন্দে এক মাতাল হওয়া দিন। শুকনো বালির অঙ্গনে এই ব্যতিক্রম উদ্যোগ রানীনগর থানার। খাঁকির খোলস ছেড়ে উর্দু কবিতা শোনান মাকসুদ হাসান, এস. ডি. পি.ও, ডোমকল। স্বরচিত কবিতা পাঠ করেন সৌরভ হোসেন, দীননাথ মণ্ডল ও আসাদুল্লাহ আল গালিব। গল্প ও কবিতা পাঠ করেন রাজকুমার শেখ। লোকসংগীত পরিবেশন করেন পবিত্র দাস। তবলায় কৃষ্ণচন্দ্র হালদার।
সমস্ত ব্যবস্থাপনায় ছিলেন রানীনগর থানার ও.সি. সংস্কৃতিমনা অরূপ কুমার রায়। এ এক অন্য দিন। অন্য আনন্দ। অন্য সংস্কৃতির কালবেলা।


No comments:
Post a Comment