31 December 2016

প্রকাশিত হলো চাতক সাহিত্যের বিশেষ সংখ্যা বেলডাঙাকে নিয়ে


ওয়েবডেস্ক, ৩১ ডিসেম্বর ২০১৬: চাতক সাহিত্যের বিশেষ সংখ্যা 'বেলডাঙা' আজ প্রকাশিত হলো বেলডাঙা সি.আর.জি.এস বিদ্যালয়ের প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে। বেলডাঙার  বিভিন্ন তথ্য, ঘটনা ও ইতিহাস নিয়ে বইটি রচিত হয়েছে। বেলডাঙার বিভিন্ন গুণীজনের কলমের ছোঁয়ার বইটি সমৃদ্ধ। চাতকের অনুষ্ঠানের উপস্থিত ছিলের বেলডাঙা তথা জেলার শিক্ষা ও সংস্কৃতি অনুরাগী বিদ্যজনেরা। পত্রিকার সম্পাদক মফেজুল সেখ বলেন- 'এই বিশেষ বিশেষ সংখ্যার মাধ্যমে আমরা সামগ্রিক একটি ইতিহাসকে তুলে ধরতে চাইছি, যা সমাজ সংস্কৃতির উন্নয়নের ক্ষেত্রে মানুষকে পথ নির্দেশ করবে।'




No comments:

Post a Comment