30 December 2016

জাতীয় সড়কে গ্যাস ভর্তি গাড়ি উল্টে গেল রেজিনগরে


ওয়েবডেস্ক, ৩০ ডিসেম্বর ২০১৬:  একটি ট্যাঙ্কার ভর্তি LPG গ্যাসের গাড়ি উল্টে গেল ৩৪ নং জাতীয় সড়কের পাশে নয়নজুলিতে। ঘটনাটি ঘটেছে আজ বিকেল পৌনে পাঁচটার নাগাদ রেজিনগর থানার লোকনাথপুর উত্তরপাড়া বাসস্ট্যান্ডের কাছে। এলাকার বাসিন্দারা জানিয়েছেন– গাড়িটি বহরমপুরের দিকে যাচ্ছিল, হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যায়। চালককে উদ্ধার করে বেলডাঙা গ্রামীন হাসপাতালে পাঠানো  হয়েছে।  তবে খালাসির খোঁজ পাওয়া যায়নি। গাড়িতে গ্যাস ভর্তি থাকায় এলাকায় চাঞ্চল্য  দেখা দেয়। ঘটনাস্থলে রেজিনগর থানার পুলিশ এলে এলাকাটি নিয়ন্ত্রণে  আসে। গাড়িকে পুলিশ পাহারায় রেখেছে। রাস্তায় যান চলাচল স্বাভাবিক।




No comments:

Post a Comment