09 July 2016

বাজ পড়ে আহত ৪ হরেকনগরে


বাজ পড়ে আহত হলেন ৪ ব্যক্তি। ঘটনাটি ঘটে ৯ জুলাই শনিবার  দুপুর সাড়ে ১২ টায় বেলডাঙ্গার হরেকনগর মোড়লপাড়ায়। আহত ব্যক্তিরা হলেন- আমিনা খাতুন, ডেজি বিবি, রূপালী বেওয়া, মনিহার খাতুন। আহতদের বেলডাঙ্গা গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পরে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। বাজ পড়ে ক্ষতি হয়েছে দুটি মোবাইল, একটা টিভি, দুটি ফ্যান, একটি নারকেল গাছ, এছাড়া ঘরের দেওয়াল ফেটে গেছে। 

No comments:

Post a Comment