শান্তনু দাস(পুরুলিয়া): "আপনার ব্যবহারেই আপনার পরিচয়, আপনিই পারেন একটি সুন্দর জগৎ গড়ে তুলতে, আগামী প্রজন্মকে এক সুন্দর পথ দেখাতে।"
ট্রেন যাত্রীদের প্রতি ভালো ব্যবহার ও সুরক্ষায় পারে রেলের বাণিজ্যিক বিভাগ ও পরিচালনা বিভাগকে আরও উন্নয়নের পথে দেখাতে। এই উদ্দেশ্যেই আজ রেল কর্মচারীদের নিয়ে এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন হল আদ্রা রেল প্রশিক্ষণ কেন্দ্রে। মূলত রেল কর্মচারীদের মধ্যে বাণিজ্যিক নিরীক্ষক, যাতায়াত নিরীক্ষক, স্টেশন মাস্টার, টিকিট পরীক্ষক কর্মচারী, বুকিং ক্লার্কসহ বিভিন্ন বিভাগের কর্মচারীরা উপস্থিত ছিলেন এই প্রশিক্ষণ শিবিরে। শিবিরে প্রশিক্ষক দাতা হিসেবে অলংকৃত করেন ডেপুটি জেনারেল ম্যানেজার, সেল, রাঁচি - শ্রী সন্দীপ দাস ও এক্স প্রিন্সিপাল, বি.সি. কলেজ, আসানসোল - শ্রী গৌতম ব্যানার্জি। এই শিবিরে উপস্থিত ছিলেন আদ্রা এ.ডি.আর.এম. শ্রী হরিশ চন্দ্র, রেল বাণিজ্যিক বিভাগের আধিকারিক শ্রী ভাস্কর সহ আরও অনেকেই। রেল বাণিজ্যিক বিভাগের আধিকারিক শ্রী ভাস্কর বলেন-- যাত্রীদের সঙ্গে ভালো ব্যবহারেই পারে রেলের সমস্ত দিকের উন্নয়নের একটি ভালো চিত্র তুলে ধরতে। এতে অর্থনৈতিক থেকে শুরু করে যাত্রী আকর্ষণ, মাল পরিবহণসহ বিভিন্ন দিকেরও আরোও উন্নয়ন হবে। আজকের এই প্রশিক্ষণ রেল কর্মচারীদেরকে দেওয়া খুব প্রয়োজন মনে করি।


No comments:
Post a Comment