শান্তনু দাস(পুরুলিয়া): পুরুলিয়া জেলার বলরামপুর ব্লকের হেডেল বেড়া গ্রামে পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে, বলরামপুর থানার পরিচালনায় এবং প্রশাসনের সহযোগিতায় ১০ জুলাই রবিবার এক বিশাল কর্মসূচি অনুষ্ঠিত হল। এই কর্মকান্ডে প্রধান ভূমিকায় অংশগ্রহণ করেন পুরুলিয়া জেলার পুলিশ সুপার রুপেস কুমার মহাশয়, বলরামপুর থানার ওসি সুদীপ হাজরা, বলরামপুর বিডিও পৌষালী চক্রবর্তী সহ আরো অনেকেই। সভায় এলাকায় প্রায় ৮০০ জন মানুষ স্বাস্থ্য পরীক্ষা করান বিনামূল্যে। এছাড়াও শাড়ি, ধুতি, লুঙ্গি, চাদর, ভূমিহীনদের পাট্টা বিতরণ করেন ব্লকের আধিকারিকগন। সমস্ত মানুষের খাওয়া-দাওয়ার ব্যবস্থাও ছিল সভাতে।


No comments:
Post a Comment