05 July 2016

মালবাহী তিনটে গাড়ি উল্টে গেল নয়ন-জুলিতে


বহরমপুরগামী মালবাহী তিনটে লরি পরপর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় নয়ন-জুলিতে। ঘটনাটি ঘটেছে ৫ জুলাই শুক্রবার ভোররাতে ৩৪ নং জাতীয় সড়কে বেলডাঙ্গার ভাবতা রেলগেটের কাছে। তেমন কোন বড়ো ক্ষয়ক্ষতি না ঘটলেও গাড়ির মালগুলো অধিকাংশ জলে পড়ে  ভিজে গেছে। উল্লেখ্য তিনটে গাড়িই পাশাপাশি একই পাশে পুকুরে উল্টে যায়। প্রশাসনের তৎপরতায় বেলা হলে গাড়িগুলো ক্রেন এনে তোলা হয়। 

No comments:

Post a Comment