শান্তনু দাস(পুরুলিয়া): "মানুষের জন্যই মানুষ"। কথাটা ঠিক যতটা বলা সহজ করা ঠিক ততটাই কঠিন।কিন্তু তারই এক সুন্দর উদাহরণ উঠে এলো পুরুলিয়া জেলার নিতুড়িয়া থানার ভামুরিরা গ্রাম থেকে।ওই গ্রামের শেমাদাসি দাশগুপ্ত (৯২) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়। মৃত্যুর আগে তিনি তার পরিবারকে বলে যান যে "মানুষের জন্যই তো মানুষ"। আমি মারা যাওয়ার পর যেন আমার মৃতদেহ আরেক জনের কাজে লাগে। আরেকটি জীবন বাঁচিয়ে তুলতে সাহায্য করে। তবেই আমার এই জীবনটি পুরোপুরি মানুষ নামে সার্থক হয়ে উঠবে। আজ শেমাদাসি দেবীর মৃত্যুর খবর ভামুরিয়া যুবকল্যাণ সমিতিকে জানান তার পরিবার। এরপর ভামুরিয়া যুবকল্যাণ সমিতির উদ্যাগেই মৃতদেহ ২ ঘন্টার মধ্যে নিয়ে যাওয়া হয় আসানসোল আই ব্যাঙ্কে। সেখানেই মৃতা শেমাদাসি দেবীর চক্ষু তার পরিবারের উপস্থিতিতে দান করা হয়।


No comments:
Post a Comment